বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষুশিবির

রউফুল আলম, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সিংগেরগাড়ী হাজিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষুশিবির। গতকাল সকাল ৯ টা হতে ৩ টা পর্যন্ত সিংগেরগাড়ী হাজিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দি জনকল্যাণ ফোরাম কিশোরগঞ্জের আয়োজনে দীপ আই কেয়ার ফাউন্ডেশন (চক্ষু হাসপাতাল) দর্শনা, রংপুরের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণের পরিচালনায় আলহাজ্ব গোলাম মোস্তফা মুকুলের সার্বিক সহযোগিতায় শতশত চক্ষুরোগির চোখের চিকিৎসা করা হয়। উক্ত বিনামূল্যে চক্ষুশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন বাবুল, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কিশোরগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কিশোরগঞ্জ উপজেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনকল্যাণ ফোরামের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এটিএম আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক একেএম ছাইয়েদ হোসেন সাবুল সাহেব। অখন্ড কিশোরগঞ্জ উপজেলা বাস্তবায়ন কমিটির আহব্বায়ক ও কিশোরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ রউফ ও সাংবাদিক রউফুল আলমসহ আরো অনেকে। এই চক্ষু শিবিরে প্রায় চারশত জন চক্ষু রোগির মধ্যে ৩০০ এর বেশি রোগির চোখের সাধারণ চিকিৎসা ও ৬০ জনের চোখের ছানি অপারেশনের জন্য দীপ আই কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী বিনামূল্যে চক্ষু শিবির আয়োজকদের ধন্যবাদ জানান। সেই সাথে তারা বাদ পড়া চক্ষু রোগিদের জন্য পুনরায় বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা করার আহব্বান জানান।|