বিজ্ঞাপন দিন

নীলফামারীতে দ্বিতীয়বারের মতো করদাতা ক্রেস পেলেন শাহ মোঃ আনোয়ার হোসেন

আব্দুল মালেক, নীলফামারীঃ "সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৯ এর শুভ্র উদ্বোধন অনুষ্ঠিত হয় । করসেবা প্রদান ও করসচেতনতা বাড়াতে সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৯ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে আয়কর মেলার শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, কর সবার জন্য প্রযোজ্য। এজন্য সবাই মিলে কর প্রদান করি, উন্নয়নশীল দেশ গড়ি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কর অঞ্চল রংপুর কর কমিশনার মোঃ আব্দুল লতিফ। এসময় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মারুফ জামান (কোয়েল) ওট্যাক্সেস বার এসোসিয়েশনের এ্যাড. অসিত কুমার ধর প্রমূখ। মেলা উদ্বোধণী অনুষ্ঠান শেষে নীলফামারী জেলায় দ্বিতীয়বারের মতো প্রথম করদাতার ক্রেস পেলেন, বিশিষ্ট ঠিকাদার শাহ মোঃ আনোয়ার হোসেন। সেরা করদাতার ক্রেস তুলে দেন আসাদুজ্জামান নূর এমপি। ক্রেস গ্রহনকালে শাহ মোঃ আনোয়ার হোসেনের পিতা বিশিষ্ট সমাজসেবক শাহ মোঃ খয়রাত হোসেন উপস্থিত ছিলেন।