বিজ্ঞাপন দিন

"জলঢাকায় গ্রামীণ নারীদের সাথে তথ্য আপার উঠান বৈঠক"

রবিউল ইসলাম রাজ,স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'শেখ হাসিনার সহায়তায়,তথ্য আপা পথ দেখায়' প্রতিপাদ্য বিষয় সামনে রেখে' তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের সাথে তথ্য আপার উঠান বৈঠক হয়েছে। সোমবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হাড়োয়া শিমুলবাড়ী মাদ্রাসা পাড়ায় এ বৈঠক হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাসুদা আক্তার এর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা জিন্নাত বিপাশা। উপস্থাপনা করেন সহকারী তথ্য কর্মকর্তা রেজিনা মোবাস্বিরা।এসময় বক্তারা গ্রামীণ নারীদের উদ্দেশ্যে বলেন,বর্তমান ডিজিটাল যুগের সাথে সমাজে আমাদের সকলকে তাল মিলিয়ে চলতে হবে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধ,নারী নির্যাতন রোধ,শিশু মৃত্যু হ্রাস করাসহ সব ক্ষেত্রে আমাদের অবদান রাখতে হবে। তথ্য আপারা আরও বলেন,নারীর স্ব-সক্ষমতা বৃদ্ধি,আধুনিক সমাজে নারীর ভূমিকা,ডিজিটাল স্বাস্থ্য সেবা,তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সব ধরনের পরামর্শ তথ্য কেন্দ্র থাকে দেয়া হয়। এ সেবা নারীরা খুব সহজেই তথ্য কেন্দ্রে এসে নিতে পারে।উক্ত উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ নারীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।