বিজ্ঞাপন দিন

মাগুরা কলেজকে এমপিও ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রাশেদুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা কলেজকে এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীরা। কলেজ প্রতিষ্ঠার ১৯ বছর পর এ সাধনার ফল মিললো প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এ কলেজটির। ২০০০ সালের ১০ জানুয়ারী নীলফামারী-৪ সাবেক এমপি প্রয়াত ড. আসাদুর রহমান কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৪২৫ জন। গত এইচএসসি পরীক্ষায় ১৯৬ জন অংশগ্রহণ করে ১৯০ জন উত্তীর্ন হয়েছে। এখানকার ছাত্র/ছাত্রী বর্তমানে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মরত রয়েছেন। এখন এই কলেজটিতে ২১ জন শিক্ষক সহ ৩০ জন বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত আছেন। কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান শাহ্ জানান, ১৯ বছর ধরে মানবেতর জীবন যাপন করে কলেজটি টিকিয়ে রেখেছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজটিকে এমপিও ভুক্ত করায় আমরা তার কাছে চির কৃতজ্ঞ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। ওনার সহযোগিতা পেলে ডিগ্রি, অনার্স , মাস্টারর্স, কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো।