বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবকের ৬ মাস জেল

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মেলাবর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কাজলী রাণী রায়(১৭)কে রাস্তায় উত্ত্যক্ত করার অভিযোগে শ্রী স্বপন কুমার রায়(১৯)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রবিবার (০১ লা ডিসেম্বর) সন্ধ্যায় এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল কালাম আজাদ। মেলাবর ডাক্তার পাড়া গ্রামের ভরৎ চন্দ্র রায়ের মেয়ে কাজলী রাণী রবিবার বিকেলে বড়ভিটা বাজারস্থ প্রতিভা নামের একটি কোচিং বাণিজ্য সেন্টার থেকে বাড়ি ফেরার পথে স্বপন কুমার রায়, তাকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে। উত্ত্যক্ত করার অভিযোগে ইভটিজিং দণ্ডবিধির ৫০৯ ধারায় স্বপনকে বিনাশ্রমে ৬ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক। মেলাবর ডাক্তার পাড়া ভরৎ চন্দ্রের বাড়িতে স্বপনকে হাজির করা হলে এ রায় কার্যকর শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। স্বপন কুমার রায়, জলঢাকা উপজেলাধীন কৈমারী ইউনিয়নের গাবরোল টগরাডাঙ্গা সাধু পাড়া গ্রামের নির্মল চন্দ্র রায়ের ছেলে।