বিজ্ঞাপন দিন

"জলঢাকায় সান-চাইল্ডদের জাঁকজমকপূর্ণ শীত উৎসব"

রবিউল ইসলাম রাজ,স্টাফ রিপোর্টারঃ রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এর নীলফামারী জেলা প্রোজেক্টের সান-চাইল্ড শিশুরা জাঁকজমকপূর্ণ শীত উৎসব করেছে। উৎসবের শ্লোগান ছিলো- "'আজ আমাদের ছুটি ও ভাই-আজ আমাদের ছুটি,তাই তো শীতের বেলায় কবি গুরু বাদল গেছে টুটি। আজ মানবো নাতো কোন বারন,চলবে না আজ কোন শাসন,সবাই মিলে করেছি মোরা বেশ আয়োজন,আজ তোমাদের আনন্দ মাখা,বার্ষিক বনভোজন'"।রোববার (২২ডিসেম্বর) সান চাইল্ডদের আয়োজনে গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসব হয়।এ উপলক্ষে দেশের গান,ভাইয়া গান,নিত্য ও কুইজ প্রতিযোগিতা হয়। আরএসসির নীলফামারী জেলা এরিয়া ম্যানেজার গোলাম কিবরিয়া এর তত্ত্বাবধানে শীত উৎসবে উপস্থিত ছিলেন গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম,সহকারী শিক্ষিকা পারভীন বেগম ও সুমনা বেগম,স্থানীয় ইউপি সদস্য ডালিম চন্দ্র রায়,আরএসসি উপদেষ্টা কমিটির সদস্য ফেরদৌস মানিক,মোশফেকুর রহমান মনু,আরএসসির সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম,মনোরঞ্জন রায়,রবিউল ইসলাম রাজ,প্রদীপ কুমার,মমতা রাণী,হেনা রায়,পল্লবী রাণী,রবিউল ইসলাম,অভিভাবকবৃন্দসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। সারাদিন ব্যাপি শীত উৎসবে শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা গান নিত্যের তালেতালে আনন্দগন পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় শিক্ষক ও সান চাইল্ড শিশুদের মাঝে প্লাস্টিকের সঞ্চয় ব্যাংক পুরস্কার স্বরুপ বিতরণ করা হয়।