বিজ্ঞাপন দিন

জলঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে কৃষি উৎসব

জল ডেস্ক ; মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে প্রথমবারের মত জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত হল কৃষি উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষির অভিভাবক শ্রদ্ধেয় উপপরিচালক জনাব নিখিল চন্দ্র বিশ্বাস স্যার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান স্যার, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, রংপুর, জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোঃ ওবায়দুর ইসলাম মন্ডল স্যার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব মোঃ এনামুল হক স্যার, জনাব মোঃ হুকুম আলী,চেয়ারম্যান, মীরগঞ্জ ইউনিয়ন,স্বাগত বক্তব্য রাখেন জনাব মীর হাসান আল বান্না,কৃষি সম্প্রসারণ অফিসার,জলঢাকা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব শাহ মুহাম্মদ মাহফুজুল হক। কৃষি উৎসব উপলক্ষে আয়োজিত এই মেলায় কৃষি প্রযুক্তি স্টল,নিরাপদ সবজি ও ফল স্টল,কৃষি ডাক্তার স্টল,আইপিএম স্টল,ভেষজ ও জৈব কৃষি স্টল সহ ১৫ টি স্টল ছিল।কৃষক,কৃষাণী ও ছাত্রছাত্রী দের জন্য ছিল রচনা প্রতিযোগিতা, মুরোগ যুদ্ধ,চকলেট দৌড়,বালিশ খেলা ও হাড়িভাংগা খেলা।বিজয়ের এই দিনে বর্তমান সরকারের সাফল্য, কৃষকদের বিনোদন এবং সর্বপরি কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদানের জন্য এমন মেলা ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় কৃষক গন।