বিজ্ঞাপন দিন

নীলফামারীতে এলজিএসপি-থ্রি দক্ষতাবৃদ্ধি কর্মসূচীর ক্রোস ভিজিট ও বনভোজনের প্রস্তুতিমুলক আলোচনা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ আগামী ১১ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পাহাড়পুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার বিষয়ে প্রস্তুতি সভা করেছে ইউপি চেয়ারম্যানগন। এলজিএসপি-থ্রি কর্মসূচীর উপর দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে ক্রোস ভিজিটের জন্য এ বনভোজন। ৪ ডিসেম্বর বুধবার দুপুরে নীলফামারীর চৌরঙ্গী চেয়ারম্যানদের অফিস কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুন্দুপুকুর ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, পঞ্চপুকুর ইউপি হবিবর রহমান সরকার, চড়াই খোলা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বসুনিয়া (মানিক), পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মমতাজ পরামানিক, সংগলশী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান ও চওড়াবড়গাছা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন।