বিজ্ঞাপন দিন

ডোমারে কালব্ এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১০ম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব্) এর সহযোগীতায় ডোমার কালব্ এর সভাপতি তরনী কান্ত রায়ের সভাপতিত্বে ক্রেডিট প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব্ লিঃ নীলফামারীর প্রোগ্রাম অফিসার শাহাজুল হক। অপরদিকে ডোমার কালব্ ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। কমিটির ৬টি পদের মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারন সম্পাদক পদে আবু জাফর সামছুদ্দিন লিটন তালাচাবি প্রতিক ও সুশান্তÍ কুমার রায় দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।মোট ভোটার ৫শত তিনজনের মধ্যে ৪শ ৪১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। বিকাল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। প্রাপ্ত ভোটে তালাচাবি প্রতিকে আবু জাফর সামছুদ্দিন লিটন ২শত ৭১ ভোট পেয়ে বিজয়ী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মধ্যে কমিটির চেয়ারম্যান পদে শামসুল আলম,ভাইস-চেয়ারম্যান পদে রনজিত কুমার রায়,ট্রেজারার পদে সুকুমার রায়,ডিরেক্টর পদে রুহুল আমীন ও মহামায়া দেববর্মা নির্বাচিত হয়েছে।