বিজ্ঞাপন দিন

আবারও আদালত অবমাননার মামলায় অভিযুক্ত হলেন সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন

নীলফামারী প্রতিনিধি ঃ মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করায় আবারও আদালত অবমাননার মামলায় অভিযুক্ত হলেন সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। গত ০৫ ডিসে¤¦র মহামান্য হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা গাউসুল আযম ফারুকী। মামলা নং কনটে¤ট পিটিশন-৭৫৭/২০১৯। মামলার বিবরনে জানা যায়, গাউসুল আযম ফারুকীর পিতা জীবিত থাকাকালীন সৈয়দপুর পৌরসভা থেকে একটি ৬ষ্ঠ তলা বিল্ডিং এর নকশা অনুমোদন নিয়ে নির্মান কাজ শুরু করেন। বিল্ডিংটির অবকাঠামোগত নির্মান কাজ ৬ষ্ঠ তলা পর্যন্ত সম্পন্ন হলে গাউসুল আযম ফারুকীর পিতা ইন্তেকাল করেন। পিতার ইন্তেকালের পরে গাউসুল আযম ফারুকী বিল্ডিংটির অবশিষ্ট নির্মান কাজ শুরু করেন। বিল্ডিং নির্মানকালীন পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন সরকার বিল্ডিং এর মেইন গেট নির্মানের কাজ নিয়ে গাউসুল আযম ফারুকীর কাছ থেকে ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা আত্মসাৎ করেন। টাকা ফেরত না পেয়ে গাউসুল আযম ফারুকী মামলা দায়ের করলে সৈয়দপুর থানা মামলাটি তদন্ত করে কাউন্সিলর আল মামুন সরকারের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ইতিমধ্যে গাউসুল আযম ফারুকীর নির্মানাধীন বিল্ডিং এর সামনে বিদ্যুৎ বিভাগে একটি ঝুঁকিপূর্ন খুটি অপসারনের জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন আসলে কাউন্সিলর আল মামুন সরকার ও কাউন্সিলর শাহীন আকতার ঝুঁকিপূর্ন খুটি অপসারনের কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এই বিষয়ে গাউসুল আযম ফারুকী মামলা দায়ের করলে সি.আই.ডি, নীলফামারী মামলাটি তদন্ত করে কাউন্সিলর আল মামুন সরকার ও কাউন্সিলর শাহীন আকতারের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। অতপর ওই দুই কাউন্সিলর গাউসুল আযম ফারুকীকে কালো টাকার মালিক, জঙ্গী, সন্ত্রাসী, হাতকাটা রংবাজ উল্লেখ করে সরকারী বিভিন্ন দপ্তরে সে স্মারকলিপি প্রদান করে পত্রিকায় প্রকাশ ও প্রচার করে। এতে করে গাউসুল আযম ফারুকীর মানহানি হলে তিনি ফৌজদারী আদালতে মানহানি মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি নীলফামারী তদন্ত করে ওই দুই কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এই মামলাগুলির জের ধরে সৈয়দপুর পৌরসভার মেয়র আক্রোশ মূলক গাউসুল আযম ফারুকীর নির্মানাধীন বিল্ডিংটির অনুমোদিত নকশা বাতিল করে দেন। এর প্রেক্ষিতে গাউসুল আযম ফারুকী গত ১২ মে মহামান্য হাইকোর্টে পৌর মেয়র ও দুই কাউন্সিলরের বিরুদ্ধে একটি রীট পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং-রীট পিটিশন ৪৮২৯/২০১০৯। উক্ত রীট পিটিশনের আদেশে সৈয়দপুর পৌর মেয়রকে ৯০ দিনের মধ্যে নকশা বহাল করার জন্য বলা হয়। কিন্তু মহামান্য হাইকোর্টের নির্ধারিত ৯০ দিন সময় পার হলেও সৈয়দপুর পৌরসভার মেয়র আদেশ পালন করেননি। এতে অসন্তোষ হয়ে গাউসুল আযম ফারুকী গত ০৫ ডিসে¤¦র মহামান্য হাইকোর্টে সৈয়দপুর পৌর মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি দায়ের করেন। গাউসুল আযম ফারুকী বলেন, সৈয়দপুর পৌর মেয়র আদালতের আদেশ অমান্য করে আদালত অবমাননা করেছেন। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য আদালত অবমাননার মামলা দায়ের করেছি। ইতিপূর্বে গাউসুল আযম ফারুকী তার নির্মানাধীন বিল্ডিংয়ে লিফট স্থাপনের নকশা অনুমোদন সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টে পৌর মেয়রের বিরুদ্ধে রীট পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলায় ৩০ দিনের মধ্যে নকশা অনুমোদনের আদেশ দেয়া হলেও পৌর মেয়র তা পালন না করায় তার বিরুদ্ধে গাউসুল আযম ফারুকী আদালত অবমাননার মামলা দায়ের করেন।