বিজ্ঞাপন দিন

জলঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের জিরোপয়েন্ট মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার হামিদুর রহমান, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ওসি তদন্ত ফজলুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গণী ওসমানী, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাহ্ উদ্দীন কাদের, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু ও উপজেলা সন্তান কমান্ড কাউন্সিলের আসাদুজ্জামান স্টালিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহীদ দেশের সেইসব সূর্যসন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। পরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।