বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিএনপির বিজয় র‌্যালী

শাহজাহান কবির লেলিন জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি র‌্যালী ও শোভাযাত্রা করেছে। সোমবার সকালে পেট্টোলপাম্প থেকে বের হয়ে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম চৌধুরী (সেবু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ভুট্টু, মোশারফ হোসেন সাবেক চেয়ারম্যান, কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, প্যানেল মেয়র রুহুল আমিন, যুবনেতা শাহিনুর হক বাবু, শেখ সাদি লাভলু, দেলোয়ার হোসেন মেম্বার, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। প্রধান অতিথি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমাদের দল স্বাধীনতার স্ব-পক্ষের দল, স্বাধীনতার যুদ্ধে আমাদের দলের শ্রষ্টা সহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্দোলন ও সংগ্রামের তীর্থভূমি বালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন বলে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। এই বিজয় দিবসে স্বাধীনতার ঘোষকের সহধর্মীনিকে দেশনেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। এই সরকার গনতন্ত্রকে গলাটিপে হত্যা করে মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকারকে হরণ করেছে। তিনি আক্ষেপ করে বলেন, এ জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছি?” তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় যেকোন কর্মসূচীতে স্বতঃস্ফুত অংশগ্রহণের আহ্বান জানান। আলোচনা শেষে শহীদদের প্রতি রুহের মাগফিরাত করে দোয়া ও মুনাজাত করা হয়।