বিজ্ঞাপন দিন

জলঢাকায় আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার শেষ বিকেলে স্থানীয় খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা(ভারপ্রাপ্ত) খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমনের আয়োজনে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ /২০১৯-২০ মৌসুমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা সুজা,উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মুহা:মাহফুজুল হক,উপজেলা খাদ্য নিয়নন্ত্রক জগদিস চন্দ্র রায়,ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,উপ খাদ্য পরিদর্শক হাসান মো: আজিজুল হাকিম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন,পৌরসভা সহ গোটা উপজেলার ২৫ শ ৬৩ জন কৃষক ধান সংগ্রহ করতে পারবে। প্রতি কৃষক ১ মেট্টিকটন ধান সংগ্রহ করবে।