বিজ্ঞাপন দিন

"জলঢাকায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)`র উদ্বোধন"

রবিউল ইসলাম রাজ,স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর শার্প সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষক/শিক্ষিকাদের ৫ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সকল কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।আজ ৭ জানুয়ারি সকাল ৯টায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তা দিলিপ কুমার সরকার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম অফিসার কবিতা আক্তার,শার্প কর্মকর্তা জাভেদ আহম্মেদ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলিপ কুমার রায় ও প্রধান শিক্ষক শাহ্ রোকনুজ্জামান (রোকন) চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাস্টার ট্রেইনার স্বপন বিএসসি। নীলফামারী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে যৌথভাবে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও শার্প সংস্থা।উদ্বোধনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহন করে পৌরসভা,কৈমারী,শৌলমারী,ডাউয়াবাড়ী, গোলমুন্ডা,বালাগ্রাম ইউনিয়নের সুপারভাইজার ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন সুপারভাইজার কৈমারী ইউনিয়নের রবিউল ইসলাম রাজ ও সাগর চন্দ্র রায়,শৌলমারী ইউনিয়নের এনামুল হক ও অংকুন রায়,বালাগ্রাম ইউনিয়নে পরিতোষ চন্দ্র রায়,ডাউয়াবাড়ী ইউনিয়নের হাসানুর রহমানসহ শিক্ষকবৃন্দ।