বিজ্ঞাপন দিন

"ইংরেজি নববর্ষের শুভেচ্ছা" নীলফামারীর ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের

আব্দুল মালেক, নীলফামারীঃ- ২০১৯ সালকে বিদায় দিয়ে, ২০২০ সাল কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নীলফামারী জেলার ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্যরা। জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ আলী সহ জেলা নেতৃবৃন্দ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা বলেন, টানা তিনবারের প্রধানমন্ত্রীত্ব পেয়ে দেশকে যে উন্নয়ন করেছেন তা বিগত কোন সরকার করতে পারেনি। আমরাও চাই প্রধানমন্ত্রীর পাশে থেকে একটি সুখী সম্মৃদ্ধ উন্নয়নশীল দেশ গড়তে। আর আমাদের সংগঠন, সরকারের সকল উন্নয়নের সহযোগিতা করবে। যে ভাবে আমরা দেশকে স্বাধীন করতে, জীবনবাজী রেখে দীর্ঘ নয়টি মাস মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি। তাঁরা আরো বলেন, আমরা কি পেলাম, কি পেলাম না, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে সরকার প্রধানের হাতকে শক্তিশালী করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ি। সাধারন সম্পাদক সৈয়দ আলী প্রধানমন্ত্রীর দৃস্টি আর্কশন করে বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে মরতে চাই। আমাদের বাঁচতে দিন, আমরা ভাত কাপড় চাইনা, আমাদের সহযোগী মুক্তিযোদ্ধাদের উপর অনেক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের ছোবল থেকে বাঁচতে চাই। এসময় তাঁরা সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সকল কর্মকর্তা, দেশের সকল মুক্তিযোদ্ধা, একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্যবৃন্দ ও স্বাধীনতার স্বপক্ষের সর্বস্থরের সাধারন মানুষদের দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ সফিয়ার রহমানসহ সকল নেতাকর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানান। জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক রংপুর বিভাগীয় সভাপতি সফিয়ার রহমানের ভুয়শী প্রশংসা করে বলেন, আমরা তার হাত ধরে নীলফামারী জেলায় প্রায় ১৫ হাজার সদস্য তৈরি করেছি। যারা প্রকৃত সহযোগী মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা সদস্য করেছি। স্বাধীনতার বিপক্ষের কোন পরাশক্তিকে আমরা সংগঠনের অর্ন্তভুক্তি করি নাই। যার ফলে আমাদের উপর এতো ষড়যন্ত্র। আমরা যতদিন বাঁচবো, সফিয়ার রহমানের সহযোদ্ধা হিসেবে মরবো। তিনি আবারো প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।