বিজ্ঞাপন দিন

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদ"র আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন

মনিরুজ্জামান লেবু নীলফামারীর জেলা প্রতিনিধি; নীলফামারীর জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদ"র আলোচনা সভা শেষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।আজ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এস এ টিভির নীলফামারী প্রতিনিধি ও জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি কে আহবায়ক, কেটিভি বাংলা’র নীলফামারী প্রতিনিধি ও যায়যায়দিন"র জলঢাকা উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান লেবু , যুগান্তর"র সফিকুল ইসলাম চিনু, ডেইলি নিউনেশনের শাহজাহান কবির লেলিন, দৈনিক ইনকিলাবের শরিফুল ইসলাম প্রিন্স, দি বাংলাদেশ টুডে"র হাফিজুুুর রহমান কে যুগ্ম আহবায়ক ও দৈনিক সংবাদের প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায় কে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আলোচনা সভায় সাংবাদিকদের অধিকার আদায়ে এবং সাংবাদিকদের বিরুদ্ধে যেকোন আপত্তিকর মন্তব্য স্যোসাল সিডিয়ায় আপত্তিকর পোস্ট করা ব্যক্তিবর্গের বিরুদ্ধে সকল সাংবাদিকরা সোচ্চার থাকার শপথ গ্রহণ করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এসময় উপস্থিত ছিলেন, সমকালের প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু, ইত্তেফাকের তাইজুল ইসলাম তাজু, মানবজমিনের সানোয়ার হোসেন বাদশা, ভোরের কাগজের কৃষ্ণ চন্দ্র রায়, আজকালের খবরের সফিকুল ইসলাম সফি, খোলা কাগজের আবেদ আলী, আমার সংবাদের ফরহাদ ইসলাম, বর্তমানের রাশেদুজ্জামান সুমন, দাবানলের শরিফুল ইসলাম,আমাদের কন্ঠের আব্দুল মালেক, যুগের আলোর মাইদুল হাসান, ভোরের দর্পণের হাসানুজ্জামান হাসান সিদ্দিকী,দৈনিক চাঁদনী বাজার"র আল ইকরাম বিপ্লব, মানববার্তার এরশাদ আলম, নতুন স্বপ্নের জুয়েল শাহ, একুশের বানীর মশিয়ার রহমান, নওরোজের এনআই মানিক, সাংবাদিক নাছিমুজ্জামান নাদির, মানিক লাল দত্ত, রবিউল ইসলাম রাজ ,এমদাদুল হক, মাহবুব নোমান, হারুন-অর রশিদ সহ আরো অনেকে।