বিজ্ঞাপন দিন

"জলঢাকায় ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের কর্মবিরতি"

রবিউল ইসলাম রাজ,নিজস্ব প্রতিবেদকঃ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মবিরতি পালন করেছে ১৩-১৬ গ্রেডের কর্মচারীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে উপজেলা কালেক্টরেট সহকারী সমিতির আয়োজনে ওই কর্মবিরতি পালন করছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি উপজেলা নাজির সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক সিএ মিজানুর রহমান,সহ-সভাপতি উপজেলা নির্বাহী অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হরিপদ রায়,সাংগঠনিক সম্পাদক অফিস সহকারী সাদেকুল ইসলাম সৌরভ,উপজেলা পরিষদের সিও জয়নাল আবেদীন,অফিস সহকারী (ভূমি) সিরাজুল হক ও মোকলেছুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়েরকর্মচারীরা। এদিকে কর্মবিরতিকালে সেবা নিতে আসা ভোগান্তিতে পড়েন জনসাধারন। সেবা নিতে আসা আতিয়ার রহমান,বাবু পরেশ চন্দ্র রায়,বালুল হোসেন,জসিয়ার মাহমুদ,ভোলানাথ রায় বলে,আমরা একটা কাজের জন্য সকাল থেকে বসে আছি। বেলা গড়িয়ে গেল কোন লোক কথা শুনতেছেন না।কর্মবিরতিকালে বক্তারা বলেন, কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে দাবি করে আসলেও অদ্যাবধি পর্যন্ত পদবী পরিবর্তন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলনে ৮ বার প্রস্তাব গৃহীত হলেও এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটির বিভিন্ন সময়ে সুপারিশ থাকা সত্বেও উক্ত কার্যালয়ের কর্মচারীদের দাবি আদায় হয়নি। বার বার আশ্বাস দিয়ে দাবি আদায় না হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর নির্দেশে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।