বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিমুলবাড়ী এস সি উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা নিলফামারী প্রতিনিধি; নীলফামারীর জলঢাকা উপজেলায় শিমুলবাড়ী এস সি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়,৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ,নবাগত স্কাউটদের দীক্ষা,উত্তীর্ণ শিক্ষর্থীদের এক কালীন বৃত্তি প্রদান ও আলোচনা সভা গত ২৮ জানুয়ারি মঙ্গলবার উক্ত প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিমুলবাড়ী এস সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে নবীনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হামিদুল হক, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক হারুন-অর রশীদ, রংপুর ইমেজ পলিটেকনিক ইনিস্টিটিউট এর অধ্যক্ষ জাকির হোসেন,প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, বাংলাদেশ স্কাউটস উপজেলা সম্পাদক মর্তুজা ইসলাম, আহসানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক দীপক কুমার রায়, প্রধান শিক্ষক বেলাল হোসেন,উক্ত প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধির সভাপতি নারায়ন অধিকারী, সমাজকর্মী সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান, সহকারি শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক কৃষ্ণ কুমার রায়। এবারের ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরন করার পরে ২ শত ৩৬জন বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে স্কুুুলের বালক ও বালিকা স্কাউট দলের দীক্ষা অনুষ্ঠিত হয়।