বিজ্ঞাপন দিন

দেখুন বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে বজ্রপাতের বিরল দৃশ্য

জল ডেস্ক ; বিশ্বের উচ্চতম বিল্ডিং হল দুবাইয়ের বুর্জ খলিফা। সেই বিল্ডিংয়ের উপর বজ্রপাত ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলেন জোহেব অঞ্জুম নামের এক চিত্রগ্রাহক। গত সাত বছর ধরে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। লক্ষ্য একটাই, বুর্জ খলিফার উপর বজ্রপাতের দৃশ্য ক্যামেরা বন্দি করা। গত সপ্তাহে এই কাজ করতে সমর্থ হয়েছেন তিনি। গত শুক্রবার রাত থেকে দুবাইয়ে বার বার বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে বুর্জ খলিফার বাইরে অপেক্ষা করছিলেন অঞ্জুম। সে সময়ই দু’হাজার ৭২০ ফুট উচ্চতার সেই বিল্ডিংয়ের উপর বাজ পড়ার দৃশ্য তিনি ক্যামেরা বন্দি করতে সক্ষম হয়েছেন। সেই ঘটনার ছবি-ভিডিয়ো এখন ধুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এই ক্ষণিকের জন্য স্থায়ী হওয়া এই বিরল দৃশ্য ক্যামেরবন্দি করতে পেরে স্বভাবতই খুশি অঞ্জুম। এক সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘‘আমি ভাবছি ভগবান এই মুহূর্তটা হয়ত প্ল্যান করে রেখেছিলেন। বুর্জ খলিফায় বজ্রপাতের দৃশ্য বন্দি করে আমার ২০২০ শুরু হল।’’