বিজ্ঞাপন দিন

ডোমারে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী) প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য সামনে রেখে মাদক,সন্ত্রাস,উগ্রবাদ,জুয়া ও ইফটিজিং এর বিরুদ্ধে নীলফামারীর ডোমারে রাজনৈতিক,সাংবাদিক,চাকুরীজীবিসহ সর্ব সাধারনের সাথে মত বিনিময় করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। মঙ্গলবার দুপুরে ডোমার থানার আয়োজনে থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্মুক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান আতিক,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম,সহকারী কমিশনার মনোয়ার হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন নবী,উপজেলা আ.লীগের সভাপতি খায়রুল আলম বাবুল,পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন প্রমূখ। বক্তরা, মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, জুয়া ও ইভটিজিংসহ সমাজের বিভিন্ন অনিয়ম ও তার সমাধান নিয়ে আলোচনা করে।