বিজ্ঞাপন দিন

নানা আয়োজনে তারাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিরাজুল ইসলাম বিজয়,তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- মহান ২১ শে ফ্রেরুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের সরণে পুষ্পমাল্য অর্পণ প্রভাতফেরি আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সভাপতিত্বে ওই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক হারুন অর রশিদ বাবুল, কৃষি অফিসার অশোক কুমার রায়, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোস্তফা জামান চৌধুরী, পরিবার পরিকল্পনা অফিসার হেসনে আরা বেগম, তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ জিন্নাত আলী ,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ ফারহানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এদিকে বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। শেষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, জিও এনজিও প্রতিষ্ঠান সহ সর্বস্থরের সাধারণ মানুষ ওই সময় শহীদদের স্মরণে দোয়া করেন।