বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত।

গোলাম রববানী (ডলার) নীলফামারী প্রতিনিধি;   ঢাকা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ২৪৮ টি বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত স্ব স্ব বিদ্যালয়ের ভোটাররা নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। সরেজমিনে গিয়ে দেখাযায়, জলঢাকা মৌজা শৌলমারী আলশিয়া পাড়া চরভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ এলিনা পারভীন আনন্দ মূখর পরিবেশে ভোট গ্রহনের উদ্বোধন করেন। বিদ্যালয়ের ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণিতে স্টুডেন্ট কেবিনেট পদে ১৫জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই বিদ্যালয়ের ৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বালক ভোটার সংখ্যা ৪০ জন,বালিকা ভোটার সংখ্যা ৪৫জন। বালক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আরিফ বিল্লা , বালক বুথে সহকারী প্রিজাইটিং অফিসার ৫ম শ্রেণির ছাত্র সজীব চন্দ্র ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণির ছাত্রী রিনাও জেনারুল বুথে সহকারী প্রিজাইটিং অফিসার ৫ম শ্রেণির ছাত্রী রেশমী । পোলিং অফিসারের দায়িত্বে ৫ম শ্রেণির ছাত্রী মুমু বেগম ও সায়মা । আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণির ছাত্রী পপি, মৌসুমি, ও ৪র্থ শ্রেণির ছাত্র রাজা ও বাদশা । উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, মুঠোফোনে জানান, একযোগে অনুষ্ঠিত স্টুডেন্ট কাউন্সিল উপজেলার ২৪৮টি বিদ্যালয়ে নির্বাচন হয় । ৭ টি প্রথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান তিনি আরো জানান,নির্বাচন পরিবেশ ও স্কুলের সার্বিক দিক প্রশংসা করে।