বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে বউ শাশুড়ি মেলা অনুষ্ঠিত

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ প্রির্টাম প্রতিরোধ, প্রসব কালীন ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বউ শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে বর্ণ অন টাইম (ল্যাম্ব) এর সহায়তায় ওই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমপুর সংরক্সিত মহিলা সদস্য রাফিনা আক্তার বিথী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিচালক মাহবুবুল আলম, বিশেষ অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হোসনে আরা বেগম। অতিথিবৃন্দ বউ শাশুড়ির সম্পর্ক উন্নয়ন ও শারীরিক বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম, টিসি মাসুদ রানা, এফসি আজিজুল ইসলাম, মাহবুবুর রহমান,রেজিনা বেগম, সাপোর্ট গ্র“পের সদস্য এফডব্লিউসিএমসি সদস্য, কিশোর কিশোরী, গর্ভবতী মা ও শিশু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। শেষে খেলায় অংশ গ্রহন কারি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।