বিজ্ঞাপন দিন

ডোমারে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

রতন কুমার রায়,ডোমার-নীলফামারী: উপজেলা প্রশাসনের আয়োজনে নীলফামারীর ডোমার উপজেলায় ২১ ফ্রেরুয়ারী মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে ডোমার পৌরসভা,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন,জাতীয় পার্টি,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সাব-রেজি: অফিস,ডোমার সরকারী কলেজ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সাংবাদিক সংগঠন,সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুক্রবার সকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। অর্পণ শেষে শহীদ মিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা আ.লীগ সভাপতি খায়রুল আলম বাবুল,সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,ইন্সপেক্টর তদন্ত বিশ্বদেব রায়,সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু প্রমূখ বক্তব্য রাখেন। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ভাষা আন্দোলনের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।