বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে নারী ও কন্যাশিশুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে অর্থনৈতিক ও জীবিকার সুযোগগুলি বৃদ্ধির লক্ষ্যে নারী ও কন্যাশিশুদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুই দিন ব্যাপি উপজেলা কৃষি অফিস হলরুমে ওই প্রশিক্ষনে উপজেলার ৪টি ইউনিয়নের কমিউনিটি ও ইয়ুথ দলের ২৫ জন প্রশিক্ষনার্থীদের ওই নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার শারমিন আক্তার বলেন, নারীদের কেন উদ্দ্যোক্তা হওয়া প্রয়োজন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কেন? পুঁজির উৎস, নিজস্ব পুজি গঠনের উপায়, বিভিন্ন প্রতিষ্ঠান হতে পুঁজি পাওয়ার বৈশিষ্ট সমুহ, পুঁজি ধরে রাখার কৌশল, গৃহস্থলির সেবা মুলক কাজ, শ্রম বিভাজন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার ধরন সহ সেবা গ্রহন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। প্রশিক্ষনে উপজেলা সমাজ সেবা অফিসার জয়নাল আবেদীন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, মূল উদ্দেশ্য নারী উদ্দ্যোক্তা সৃষ্টি ও নারীর অথনৈতিক ক্ষমতায়ন আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে অর্ন্তরভুক্তি করতে হবে। তাদের সচেতনতা তৈরীর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ ও জোর পূর্বক বিয়ে প্রতিরোধে সামাজিক দায়ীত্ববোধ গড়ে তুলতে হবে। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও সঞ্চলনা করেন পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্প প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন।