বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা

আব্দুল মালেক, নীলফামারীঃ- মুক্তিযুদ্ধের চেতনার অগ্রগতি বাড়াতে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মোড় অফিস কার্যালয়ে এক আলোচনা সভায় আহবায়ক কমিটির ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ। মানিক চৌধুরীকে আহবায়ক ও তোফাররফ হোসেন (তপন) কে সদস্য সচিব করে ১৭ বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। মানিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। এসময় জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, জেলা কমিটির সহ-সভাপতি এছের আলী, সাধারণ সম্পাদক সৈয়দ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লেবু ও দপ্তর সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ। এই আহবায়ক কমিটিতে অন্যান্যদের মধ্যে যারা আছেন, যুগ্ম আহবায়ক পদে আলহাজ্ব ছাবিদুল ইসলাম, আব্দুল হাই, নজরুল ইসলাম, আব্দুল মালেক ও জমসের আলী। সাধারণ সদস্য আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মেজবাহুল হক, আকতার হোসেন, আলতাফ হোসেন, সাদিকুল ইসলাম, শ্রী খোকারাম রায়, আহসান হাবীব চৌধুরী, আতিবুর রেজা চৌধুরী ও হাকিনুর রহমান চৌধুরী।