বিজ্ঞাপন দিন

ডোমারে জামাইয়ের বাড়ীতে এসে পুকুরে পড়ে শ্বাশুড়ীর মৃত্যু

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী ডোমারে মেয়ে জামাইয়ের বাড়ীতে বেড়াতে এসে পুকুরে পড়ে খতেজা বেগম নামে এক অশিতিপর বৃদ্ধার মৃত্যু হয়েছে। খতেজা বেগম ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী। শুক্রবার (৭ ফ্রেরুয়ারী)বাদ আসর খতেজা বেগমের ছোট মেয়ের জামাই ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের শাহ্ কলন্দর হাজীপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল মালেকের বাড়ীর পাশের পুকুরে পানিতে খতেজা বেগমের মৃতদেহ ভেসে থাকতে দেখতে পেয়ে প্রতিবেশীরা আব্দুল মালেকের বাড়ীতে খবর দিলে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত খতেজা বেগমের বড় মেয়ে জামাই ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে ছপি উদ্দিন জানান, আমার শ্বাশুড়ীর কোন ছেলে সন্তান না থাকায় শুধু দুই মেয়ের বাড়ীতে পালা করে থাকতো। ১৫দিন পূর্বে আমার বাড়ী হতে ছোট মেয়ে জামাইয়ের বাড়ীতে আসে। খবর পাই শুক্রবার বিকেলে পুকুরের পানিতে পড়ে আমার শ্বাশুড়ীর মৃত্যু হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বৃদ্ধার মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে ডোমার থানায় রাতে একটি ইউডি মামলা হয়েছে।