বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে করোনা সম্পর্কে লিফলেট বিতরণ

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষে রংপুরের তারাগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন হাট বাজারে গণ পরিবরহন, চালক, যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, পথচারি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় দশ হাজার সচেতনতা মূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ বাবুল । তিনি বলেন, আমরা সকলেই করোনা হতে সচেতন থাকবো, খাবার সময় জীবানু নাশক সাবান ও মুখে মাস্ক সহ পরিস্কার কাপড় ব্যবহার করবো। আমাদের এলাকায় কেউ বিদেশ থেকে আসলে তাদের নজরদারি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে তথ্য দিতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে আপনি সচেতন হোন আপনার প্রতিবেশীকে সচেতন করুন । আরও বলেন, আতঙ্ক হওয়ার কিছু নেই এ রোগের লক্ষণ ও প্রতিকারের লিফলেট প্রতিটি ইউনিয়নের দলীয় নেতা কর্মী, ব্যবসায়ি গণ সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে পর্যাক্রমে বিতরণ করবেন। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরণী ওই কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখা সহ-সভাপতি আনোয়ারুল হক প্রামানিক, ত্র্যাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দৌলত শাহ, বিজ্ঞাণ ও প্রযুক্তি সম্পাদক আসাদুজ্জামান মানিক, আওয়ামী যুবলীগের তারাগঞ্জ উপজেলার যুগ্ন আহবায়ক শাহীদ বকসী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাজেদুল ইসলাম বকুল, সেচ্ছাসেবকলীগ যুগ্ন আহবায়ক রিয়াদুন্নবী রিয়াদ। এছাড়াও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম লাজু, মোকছেদুল ইসলাম, রাজা মন্ডল, আব্দুল মমিন, শফিকুল ইসলাম, গ্লাড, বরকতুল্লাহ, অনিক হাসান প্রমুখ।