বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নতুন শিক্ষার্থীদের জানানোর জন্য ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের কালকেওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হুকুম আলী খান, সহকারি শিক্ষা অফিসার আনোয়ারুল কবির ও প্রধান শিক্ষক মোর্শেদা আকতার মমতা প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে পরবর্তী প্রজন্মের জন্য এটি সহায়ক উদ্যোগ। এছাড়াও পাঠ্য বইয়ের বাহিরে এই মুক্তিযুদ্ধ কর্নার থেকে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশর, রাজনৈতিক তথা সমগ্র জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মকে ধারণা দিতেই বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে বলে তিনি জানান। উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় বিদ্যালয় এর আয়োজন করে।#