বিজ্ঞাপন দিন

দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ "মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান" "জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই" প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় হলরুমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী, এফপিও হোসনে আরা বেগম,থানা অফিসার ইনচার্জ জিন্নাত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিও মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ, যুব উন্নমন কর্মকর্তা আবদুর রহীম মিঞা, বিআরডিপি কর্মকর্তা মমিনুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক,ইউপি সদস্য, গণমাধ্যম কর্মী, ইমাম প্রমুখ। অনুষ্ঠানে বর্তমান সরকারের বৈদেশিক জনশক্তি অর্জনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভিডিও ক্লিপ ও প্রশ্ন পর্বের মধ্য দিয়ে সার্বিক সহযোগিতা করেন রংপুর কর্মসংস্থান ও জনশক্তি সহকারি-পরিচালক আমেনা পারভিন, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর কমল কান্তি রায়, আশরাফুল ইসলাম।