বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে সাংবাদিকের উপর শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ায় জলঢাকায় সাংবাদিকদের মানব্বন্ধন ও প্রতিবাদ সভা

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ টাস্কফোর্স অভিযানের নামে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়ায় নীলফামারীর জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে মানব্বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘন্টাব্যাপী মানব্বন্ধনে সাংবাদিক আরিফুল ইসলামের উপর শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ায় ডিসি সুলতানা পারভীন ও তার সহযোগিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন,ঐক্য পরিষদের আহবায়ক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ মাহবুবর রহমান মনি,সদস্য সচিব ও রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মৃত্যুঞ্জয় রায়,সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু,শাহজাহান কবীর লেলিন,মানিক লাল দত্ত,মনিরুজ্জামান লেবু প্রমুখ। অন্যদিকে একই মানববন্ধনে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।