বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে নতুন শঙ্কা ঘরে ফেরাদের নিয়ে

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাস আতঙ্ক নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ উপজেলার বিভিন্ন গ্রামে আশ্রয় নেয়ায় শহরের চেয়ে এখন গ্রামের দিকে বেশি নজরদারি উঠেছে। সংক্রমিত এলাকা থেকে যারা ঘরে ফিরেছেন তাদের নিয়ে শঙ্কিত গ্রামবাসি। কিন্তু এতো বিপুল সংখ্যক মানুষ প্রাণের ভয়ে আদি ভিটায় ফিরে এসেছেন তাদের কার কি শারিরীক অবস্থা, সে সম্পর্কে খোঁজ খবর নেয়া দুরুহ হয়ে পড়েছে। তবে মাঠ পর্যায়ে নজরদারি কিছুটা জোরদার করা হয়েছে। গত দুদিন ধরে উপজেলার জনসমাগম এলাকা গুলোর ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কার্যক্রম বন্ধ। বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামার পরে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন জনপ্রতিনিধিরাও খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। গত তিনদিন আতঙ্কিত মানুষের গ্রামে ফেরার এ শ্রোতকে অনেকেই ৭১-এর ২৬ মার্চ রাতে ঢাকায় পাক হানাদার বাহিনীর বর্বর হামলার পরে প্রাণ নিয়ে নিজ গ্রামে ফেরার সাথে তুলনা করেছেন। দীর্ঘ ৬০ বছর পরে প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়ে হাজার হাজার মানুষ যেভাবে পেরেছে গ্রামে ফিরেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, এখন শুধু বিদেশ ফেরত নয়, দেশের বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে যেসব এলাকায় এ রোগের সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে আসা মানুষকে বিশেষ নজরদারিতে রাখা উচিত। পাশাপাশি তাদেরকে এলাকা ও নিজ পরিবারের স্বার্থে আলাদা থাকার তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা।