বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মাহফুজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন, ওসি তদন্ত ফজলুর রহমান, তথ্য আপা কর্মকর্তা মাসুদা আকতার, জানো প্রকল্পের খুরশিদা রহমান, ইউএসএস এর আব্দুর রহিম, আহসানিয়া মিশনের দিপক রায় ও জাপা নেতা তাহমিদুর রহমান মিলন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নারীদের অবদান অনেক। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অবদান গুরুত্বপূর্ণ। জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহন করে।