বিজ্ঞাপন দিন

জলঢাকায় এমপি রানা'র ৫ শত শ্রমজীবী মানুষের মাঝে শুকনা খাবার বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক বাড়ীতে থাকা ৫ শত শ্রমজীবী মানুষের মাঝে শুকনা খাবার বিতরন শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় ছাত্রসমাজের সাধারন সম্পাদক আল মামুন, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ। এসময় এমপি রানা সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবান মানুষদের খেটে খাওয়া শ্রমজীবী এসব মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের উদ্দ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে এসব পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ৫কেজি আলু, ১ কেজি তেল ও সাবান সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরন করা হয়।