বিজ্ঞাপন দিন

ডোমারে যুবকের ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক প্রচারণা

রতন কুমার রায়,ডোমর(নীলফামারী)প্রতিনিধি: দেশে চলমান সংকট করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামের সাধারন মানুষদের সচেতনতার লক্ষ্যে মটর সাইকেলে চড়ে হ্যান্ড মাইকে প্রচারণা করেছেন নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সুবাস রায়ের ছেলে সনাতন রায় নামে এক যুবক। শনিবার(২৮ মার্চ) সকাল ১০টা হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বোড়াগাড়ী, বামুনীয়া, হরিণচড়া, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ও পার্শবর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাড়া-মহল্লার রাস্তা দিয়ে একাই মটর সাইকেলে চড়ে হ্যান্ড মাইকে করোনাভাইরাস(কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক তথ্যাবলি প্রচার ও লিফলেট বিতরণ করেন। সনাতন রায় জানান,“গ্রামের সাধারন সহজ সরল মানুষগুলোকে সরকারের দেওয়া নিদের্শনা করোনা ভাইরাস রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে আমার এই প্রচারণা। ব্যক্তিগত ভাবে আমি পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ী, আমার খামার প্রকল্পে মাঠ সহকারী হিসেবে ছোট্ট একটি চাকুরী করি। চলমান সংকটে অফিস বন্ধ থাকায় আমি দেশের জন্য কাজ করছি।”