বিজ্ঞাপন দিন

ডোমারে মাদক সেবনকারীর ৩ মাসের কারাদন্ড

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে নীলফামারীর ডোমারে মাদক সেবনরত অবস্থায় এক মাদকসেবনকারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ। শনিবার(৭ মার্চ) বিকাল ৫টায় ডোমার পৌর এলাকার ছোট রাউতা গ্রামের মোখলেছুর রহমান বসুনিয়ার ছেলে আরিফ বসুনিয়া জিম(২০) ডোমার বিদ্যুৎ অফিসের (নেসকো) নির্মাণাধীন ভবনের তিনতলায় মাদক সেবনকালে পুলিশ তাকে আটক করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মনোয়ার হোসেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন,ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামী আরিফ বসুনিয়া জিমকে সন্ধ্যায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।