বিজ্ঞাপন দিন

ডোমারে ৩শ প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে স্বল্প পরিসরে ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ সার,বীজ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম,সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন,ওসি মোস্তাফিজার রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,মাধ্যমিকশিক্ষা অফিসার শাকেরিনা বেগম,বিআরডিপি কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী,সমাজসেবা অফিসার ফিরোজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৩শ কৃষকের মাঝে প্রতি কৃষককে ২০ কেজি ডিএপি,১০কেজি পটাশ ও ৫কেজি আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হবে।