বিজ্ঞাপন দিন

করোনা ভাইরাস প্রতিরোধে ডোমারে হাট-বাজার বন্ধ ঘোষনা

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া হাট বাজারের সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। ২৪মার্চ উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে জানাযায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ও মোকাবিলার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার সকল হাট-বাজারের দোকানপাট সার্বক্ষণিকভাবে বন্ধ থাকবে। তবে ঔষধের দোকান ও অত্যাবশ্যকীয় দ্রব্যাদির দোকান খোলা থাকবে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে উপজেলার হাট বাজারের প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ থাকায় লোকসরাগম কমে গেছে। তবে ঢাকা থেকে আগত দূরপাল্লার গাড়ীগুলোতে গাদাগাদি করে লোকজন আসায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে উপজেলাবাসী।