বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা প্রতিরোধে ব্র্যাকের নানাবিধ কর্মসূচি

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে ব্র্যাক অফিস। ইতিমধ্যে তাদের মাঠকর্মীদের মাধ্যমে উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর ওয়ার্ড পর্যায়ের মানুষদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি,সচেতনতামূলক পোষ্টার,লিফলেট ও ব্র্যাক অফিসে প্রবেশকালে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় পেট্রোলপাম্প সংলগ্ন জলঢাকা ব্র্যাক অফিসে করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাকের উপকারভোগীসহ তৃণমুল মানুষদের মাঝে সচেতনতামূলক ২ হাজার লিফলেট ও ২ হাজার হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,জলঢাকা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মাহফুজার রহমান,হেমন্ত নাথ সরকার,উপজেলা হিসাব ব্যবস্থাপক দীপক কুমার সরকার,শাখা ব্যবস্থাপক জাহেদুল ইসলাম,শাখা ব্যবস্থাপক ইউপিজি মিজানুর রহমান প্রমুখ।