বিজ্ঞাপন দিন

জলঢাকায় এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত।। ৭ বাড়ী লকডাউন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২১ বছরের এক যুবক কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত যুবক উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা। ওই যুবক নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী। তাকে নীলফামারী সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। আজ সোমবার(১৩ এপ্রিল/২০২০) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর। স্বাস্থ্য বিভাগ জানায়, গত এক সপ্তাহ আগে ঐ ছাত্র নিজবাড়িতে জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। ৮ এপ্রিল এ জেলার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর সুস্থ্য বোধ করায় ঐ দিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে সে নিজবাড়িতে এসে অবস্থান করে। আজ সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে রির্পোট আসলে ওই ছাত্রের করোনা পজেটিভ পাওয়া যায়। এসময় সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস জানান, আক্রান্ত বাড়ীর আশেপাশের ৭টি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান ও থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।