বিজ্ঞাপন দিন

ডোমারে ইজারাদারকে ভ্রাম্যমান আদালতে ৩০হাজার টাকা জরিমানা

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও মোকাবেলার লক্ষ্যে হাট বাজারের দোকানপাট সার্বক্ষনিক বন্ধ থাকার সরকারি নির্দেশকে অমান্য করে ইজারাদার হাট বসিয়ে জনসমাগম করায় নীলফামারীর ডোমারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ভ্রাম্যমান আদালতে ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গার হাটের ইজারাদার নুর আলম কাচাঁ মরিচের হাট বসিয়ে জনসমাগম করা ও দায়িত্ব অবহেলার কারনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে ইজারাদার নুর আলমকে ১৮৬০এর ২৬৯ধারা লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করেন। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বদেব রায়,এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স।