বিজ্ঞাপন দিন

জলঢাকায় এক কাউন্সিলরকে ফাঁসাতে প্রতিপক্ষের ভিন্ন কৌশল !

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলরকে ঘায়েল করতে ভিন্ন কৌশল অবলম্বন করেছেন তার প্রতিপক্ষ গ্রুপ। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এরুপ প্রতিহিংসাপূর্ণ আচরণ বিরাজ করলে আগামী পৌর নির্বাচনে বিরুপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয় সুধীমহল। সম্প্রতি ওই ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে আশ্রয়ণ-২ প্রকপ্লের ঘর বরাদ্দের তালিকার অনিয়ম নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদে ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া রোববার (২৬ এপ্রিল) সকালে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি লিখিত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি তিনি জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার প্রতিপক্ষের একটি সাজানো নাটক। প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তা ইর্ষান্বিত হয়ে তাদের সমর্থক লোকজনদের দিয়ে আমার বিরুদ্ধে সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। বিবৃতিতে তিনি আরও জানান,সামনে পৌর নির্বাচনে আমাকে ঘায়েল করতে আমার প্রতিপক্ষরা বিভিন্ন ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এরুপ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।