বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৫৩ জনের হোম কোয়ারেন্টিন শেষ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ॥ ভারত, মরিশাস, মালয়েশিয়া, ওমান, দুবাইসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নীলফামারীর জলঢাকা উপজেলায় আসা ৬৮ জনের মধ্যে থেকে ৫৩ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। তারা সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ দিন নিজ বাড়ীতে অবস্থান করে। এসময় তাদের শরীরে করোনা ভাইরাসের নমুনা না থাকায় তাদের ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে ৯ জন। এছাড়াও ৬ জন জলঢাকার নাগরিক বিদেশ থেকে বাংলাদেশে আসিলেও তারা জলঢাকা উপজেলায় অবস্থান করেন নাই। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবির জানান, তাদের দেহে করোনা ভাইরাস নমুনা না থাকায় তাদের ছাড়পত্র দেওয়া হয়। এদিকে আজ শনিবার করোনা উপসর্গ মনে করে উপজেলার দুই জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার আরো দুইজনের নমুনা পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। তিনি আরো বলেন হাসপাতালের চারিদিকে পরিস্কার পরিছন্ন কার্যক্রম ছাড়াও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। জ্বর ও কাশির জন্য আগত রোগীদের চিকিৎসার জন্য আউটডোরে আলাদা সেবা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়।