বিজ্ঞাপন দিন

নীলফামারী ডিমলায় রাতভর খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে পুলিশ সুপার

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে রাতভর খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে নীলফামারী জেলা পুলিশ মোঃ মোখলেছুর রহমান। বৃহস্পতিবার (০২ এপ্রিল) গভীর রাতে ডিমলা থানায় ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। চাল ৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, আলু ২ কেজি, পেয়াজ আধা কেজি, কাঁচামরিচ আধা কেজি, লবন আদা কেজি, কাপড়কাচা সাবান ১পিচ, লাইফবয় সাবান ১পিচ ও মাস্ক একটা প্রতি পরিবারকে দেয়া হয়। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এসব খাদ্য সামগ্রী প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে তুলে দেন পুলিশ সুপার মোখলেছুর রহমান পিপিএম, বিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়পদ পাল ও ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন শেখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান পুলিশ সুপার।