বিজ্ঞাপন দিন

ঝুকি জেনেও স্বাস্থ্য সেবায় নিয়োজিত কমিউনিটি প্যারামেডিক চিকিৎসকরা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ দেশে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি জেনেও প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষদের প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কমিউনিটি প্যারামেডিক চিকিৎসকরা। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড কমিউনিটি প্যারামেডিকগণ প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা পরামর্শ দিতে বদ্ধপরিকর, সুইস কন্টাক্ট ও আস্থা প্রকল্পের সহযোগিতায় ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) নিশ্চিত করে স্বাস্থ্যসেবা প্রদান করছে কমিউনিটি প্যারামেডিকরা এমনটাই অবগত করে জলঢাকা উপজেলার টেংগনমারীর কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক সান্তনা আক্তার বিএনএমসি (রেজিঃ১০৫২) জানায়, নভেল করোনাভাইরাস আতঙ্কে দেশের এই দুর্যোগ মুহূর্তে গ্রামীণ জনগোষ্ঠী হাতের কাছে কমিউনিটি প্যারামেডিকদের চিকিৎসা সেবা পেয়ে তারা অনেক খুশি। 

কোভিড-১৯ এর প্রশ্নের উত্তরে বলতে চাই বিকল্প সমাধান হতে পারে # কমিউনিটি_প্যারামেডিকরা। কমিউনিটি প্যারামেডিক ১২ টি বিষয় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ তারা অর্জন করে। এছাড়াও কোর্স শেষে তাদের বিএনএমসি রেজিস্ট্রেশন দেয়া হয়। বর্তমানে ৪ হাজারেরও বেশি কমিউনিটি প্যারামেডিকরা বেকারত্বে ভুগছেন। এমতাবস্থায় কমিউনিটি ক্লিনিককে এসকল কমিউনিটি প্যারামেডিকদের নিয়োগ দেয়া য়ায় কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।