বিজ্ঞাপন দিন

জলঢাকায় জমি জবরদখলের চেষ্টার উদ্দেশ্যে গাছপালা কাটা ও টাকা আত্মসাতের অভিযোগ

রবিউল ইসলাম রাজ,নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকায় টাকা আত্মসা ও ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টার উদ্দেশ্যে গাছপালা কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে কামরুল ইসলাম বাদী হয়ে ২৬ এপ্রিল জলঢাকায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ২৫ এপ্রিল সকালে উপজেলার গাবরোল তেঁতুল তলায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়,গাবরোল হাজিপাড়ার বাদির পিতা নুর ইসলামের নামীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও জমি বিক্রয়ের টাকা আত্মসাতের উদ্দেশ্যে বাদীপক্ষের লোকজনকে বিভিন্নভাবে হুমকী ধুমকী অব্যাহত রেখেছে প্রতিবেশী মৃত লোকমান আলীর ছেলে হযরত আলী (৩৫),ছাইদুল ইসলাম (৪৫),গোদা রায়ের ছেলে রতন রায় (৩০) সহ অন্যান্য আসামীরা । গত সপ্তাহে সকল আসামারী দলবদ্ধ হয়ে বাদী জমির গাছ কেটে নিয়ে যায়। এতে ঘটনার দিন বাধা নিষেধ করতে গেলে বাদীকে ডাংমার করে। এসময় স্থানীয় লোকজন ছুটে আসলে বাদী রক্ষা পায়। এরপর আসামীরা বাদীকে গুম করার হুমকী প্রদর্শন করে চলে যায়। সরেজমিনে প্রত্যক্ষদর্শী জানায়,বিবাদীরা অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে গেছে। এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টাও করে। বাদীর কাছে টাকা নিয়ে এখন টালবাহানা শুরু করেছে গোদা রায়ের ছেলে রতন রায়। জনসম্মুখে বাদীকে বিভিন্ন ধরনের হুমকী দিয়েছে। এসময় বাদী কামরুল ইসলাম বলেন,আমাদের জমির গাছপালা কেটে নিয়ে গেছে। এবং আমার সরলতার সুযোগ নিয়ে রতন রায় টাকা নেয়৷ টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকীও দেয়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। অভিযোগ বিষয়ে বিবাদী পক্ষের বক্তব্যের জন্য অনেকবার চেষ্টা করেও মিডিয়া কর্মীর সামনে তারা আসেনি। এবিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়,থানায় অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।