বিজ্ঞাপন দিন

জলঢাকা কৈমারীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে করোনা প্রতিরোধ কমিটি

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ 'মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য' শ্লোগানে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের অসহায়,দরিদ্র,কর্মহীন নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে করোনা প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে করোনার প্রভাবে বিপাকে পড়া কর্মহীন,নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল,আলু,তেল,সাবান ও নগত টাকা বিতরণ করেছে। সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা যুবলীগের যূগ্ন আহবায়ক ও কৈমারী করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক মোকছুদার রহমান লেলিন ৫৩০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগত টাকা তুলে দেন। 

কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদার রহমান মাস্টার,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রশিদুল ইসলাম,সাবেক চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন,যুবলীগ নেতা আজাইফুল আমিন জিতু,আরিফ হোসেন বাবু,আতোয়ার হোসেন,আলমগীর হোসেন,মাহফুজার রহমান,স্রুত ঝাঁ ও শাহিন আলম সহ ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ ও মানবিক বাংলাদেশের নেতাকর্মী প্রমূখ। একইভাবে গত সপ্তাহে কৈমারী ইউনিয়নের প্রায় ৮ শত কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।