বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনায় আক্রান্ত প্রথম দুই ব্যক্তি

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত হয়েছেন ঢাকা ফেরত দুই ব্যক্তি। এর মধ্যে ফজিলা বেগম ২৪ ও রওশন আলীর বয়স ২০ বছর। তাদের বাড়ী উপজেলার গোলনা ইউনিয়নের পশ্চিম চিড়াভিজা গোলনা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ওই গ্রামের চারটি বাড়ী লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর জানান,‘‘গত ২৫ এপ্রিল আমাদের উপজেলা থেকে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয় এদের মধ্যে আজ (২৮ এপ্রিল) ভোর বেলায় নমুনা টেস্টের রিপোর্ট অনুযায়ি দুই জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত ওই দুই ব্যক্তিতে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাছানো হচ্ছে।’’