বিজ্ঞাপন দিন

জলঢাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠু পরিবেশে কর্মহীন মানুষদের ত্রাণের চাল দিলেন ইউপি চেয়ারম্যান পলাশ

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠু পরিবেশে অসহায় দুঃস্থ কর্মহীন মানুষদের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছে শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিৎ কুমার রায় পলাশ। রোববার সকালে পরিষদের সামনে এ চাল বিতরন করে। এসময় তিনি বলেন,মহামারী করোনা ভাইরাসের কবলে নিরবিচ্ছিন্ন সারা দেশ। এই মুহুর্তে শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই কর্মহীন ২শত টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রত্যেকে ১০ কেজি ত্রাণের চাল দেয়া হয়েছে। এছাড়াও কর্মহীন মানুষদের অন্যান্য সাহায্য সহযোগিতা অব্যাহত আছে। 

আমি সর্বময় জনগনের পাশে থেকেই কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোশফেকুর রহামান,সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার বেগম,ইউপি সদস্য আসাদুল ইসলাম সহ সকল ইউপি সদস্যবৃন্দ,ত্রাণ কমিটির সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। একই দিনে ডাউয়াবাড়ি ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছে চেয়ারম্যান রোকুনুজ্জামান খোকন। তিনি জানায়,৭৫ জন ভ্যান চালকের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। এসময় ট্যাগ অফিসারের পরিবর্তে এক প্রধান শিক্ষক কে উপস্থিত পাওয়া যায়।