বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত ৩ জন

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। রংপুর জেলায় ৯ জনের মধ্যে তারাগঞ্জ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন। সোমবার (২৭ এপ্রিল) সন্ধায় রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফলে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে। জানা গেছে, তারাগঞ্জ উপজেলায় আক্রান্ত তিন জনই পুরুষ। তাদের মাঝে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় রক্তের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে সোমবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকা দান কেন্দ্রের ইয়াছিন আলী ও ল্যাব কনসালটেন্ট জাহাঙ্গীর আলম সহ হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের আজিজুল ইসলাম করোনা পজেটিভ হয়েছেন। তারাগঞ্জ উপজেলা নির্র্বাহী অফিসার আমিনুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।